ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থই হল-আনুগত্যের জন্য স্বীয় গর্দান ঝুঁকিয়ে দেয়া। তাই মুসলমানগণ সর্বাবস্থায় আল্লাহর আনুগত্যেই নিয়োজিত। কি ব্যবসা, কি বাণিজ্য, কি পারিবারিক জীবন, কি সামাজিক জীবন সকল ক্ষেত্রেই মুসলমানগণ আল্লাহ কর্তৃক নির্দেশিত হুকুম আহকাম মেনে চলতে বাধ্য। ইসলাম একটি বৃক্ষ সাদৃশ। এর শাখা প্রশাখা অনেক বিস্তৃত।
মুসলিম ও ইসলাম দুটি আরবী শব্দ। আর মুসলিম একটি গুণবাচক শব্দ। এর একটি অর্থ আত্মসমর্পণকারী বা অনুগত। আরেকটি অর্থ শান্তির ধারক ও বাহক। এজন্য কোন মুসলিমের ঘরে কোনো মানুষ জন্মগ্রহণ করলে তাকে একজন মুসলিম বলা হয় এ কথা সত্য। কিন্তু তাকে এমন কতগুলো গুণে অধিকারী হতে হয় যার জন্য তাকে একজন যথার্থ মুসলিম বলা যায়। তাকে গুণগুলো চেষ্টা করে আহরোণ করতে হয়। জন্মগতভাবে সে সেগুলো লাভ করে না।
মুসলিম ও ইসলাম দুটি আরবী শব্দ। আর মুসলিম একটি গুণবাচক শব্দ। এর একটি অর্থ আত্মসমর্পণকারী বা অনুগত। আরেকটি অর্থ শান্তির ধারক ও বাহক। এজন্য কোন মুসলিমের ঘরে কোনো মানুষ জন্মগ্রহণ করলে তাকে একজন মুসলিম বলা হয় এ কথা সত্য। কিন্তু তাকে এমন কতগুলো গুণে অধিকারী হতে হয় যার জন্য তাকে একজন যথার্থ মুসলিম বলা যায়। তাকে গুণগুলো চেষ্টা করে আহরোণ করতে হয়। জন্মগতভাবে সে সেগুলো লাভ করে না।
একজন মুসলিমের
দ্বীন অর্থাত্, জীবন ব্যবস্থাকে বলা হয় ইসলাম, যা মহান আল্লাহ তাকে তার সার্বিক
কল্যাণের জন্য দান করেছেন। মুসলিম শব্দের সমার্থক শব্দ মুসলমান। আর মুসলমান একটি
ফার্সি শব্দ। মহান আল্লাহ বলেন "নিশ্চয় (কোন ব্যক্তির জন্য) আল্লাহর মনোনীত
দ্বীন (অর্থাত্ জীবন ব্যবস্থা) হলো ইসলাম।"-আলে ইমরানঃ১৯।
মহান
আল্লাহ আরো বলেন, "আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন আমার নিকট পেশ
করতে চাইবে, সেটা তার নিকট থেকে গ্রহণ করা হবে না। আর আখিরাতে সে ক্ষতিগ্রস্থদের
অন্তর্ভুক্ত হবে।"-আলে ইমরানঃ৮৫।